আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় নির্বাচনে বার বার নৌকার ভরাডুবি কেন ?

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 26 February 2021 ৫৫৯

রিপন চৌধূরী।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জাহাংঙ্গীর আলম ও বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট তানভীর ভুইয়া,সরাইল উপজেলা নির্বাচনে সফিকুর রহমান সাফি নৌকা প্রতীক পেয়েও জয়লাভ করেননি কেন ! তারা জয়ী হতে পারিনি বিধায় এমন প্রশ্ন এখন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার নির্বাচনী মাঠে চরাও হয়েছে। বিগত উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের যথাথত শাস্তি না হওয়ায় তারা এখন রাজনীতিক মাঠের হিরো।তারা মুঁখে বলেন নৌকা আর অন্তরে লালন করেন স্বার্থের প্রতীক। তাহলে কিভাবে নৌকার বিজয় হবে। একাধারে তিনটি নির্বাচনে বড়পদে নৌকার প্রার্থীরা দলীয় প্রতীক নিয়েও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কে নৌকার বিজয় আনতে ব্যার্থ হয়েছেন । এর মুল কারণ দলীয় কিছু অসৎ নেতাকর্মীদের কর্মকান্ডের ফসল। কথায় আছেন, ঘরের ইঁদুর বেড়া কাঁটতে থাকলে এই ঘর আর টিকেনা। সেই‘তিন নির্বাচনে বিদ্রোহীদের দৃষ্ঠান্ত মূলক কোন শাস্তি হয়নি বিধায় দিনদিন আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরাও দলের বিরুদ্ধে গোপনে গোপনে অবস্থান পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছেন।ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোকতাদির চৌধুরী ছাড়া অধিকাংশ আওয়ামীলীগের নেতাকর্মীদের আসল চরিত্রের কথা জানা নেই‘ কারো। কে কার পক্ষের বলা বড়ই কঠিন। ব্রাহ্মণবাড়িয়ায় একাট্টা নৌকার পক্ষে তিনিই ছিলেন অটল, যিনি ব্রাহ্মণবাড়িয়ার ন্যায়-নীতির ধারক হিসেবে সারাদেশে পরিচিত সেই‘ বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মোকতাদির চৌধুরীর একারপক্ষে কখনও এত চরিত্রহীন মানুষদের চরিত্র পাল্টানো সম্ভব না।ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা ও সরাইল উপজেলা পরিষদ এই ৪টি নির্বাচনে একাধারে পরপর নৌকার বিশাল ভরাডুবি হয়েছে, যাহা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জন্য অসনি সংকেত।বিজয়নগরে খোদ আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা দিনে নৌকা রাতে ঘোরার নির্বাচন করেছেন তা অনেকের কাছেই স্পষ্ট।এবারও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার ফলাফল কি হয় দেখা যাক।