আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিএনপি এখন ফেসবুক পার্টি

আখাউড়া, রাজনীতি 9 March 2021 ৪২২

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়ক বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ১৩ মার্চের মধ্যে কমিটি বাতিল না হলে কিংবা এ বিষয়ে কোনো ধরণের আশ্বাস না পেলে কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পাশাপাশি বিএনপি’র পাল্টা কমিটি করা হবে বলেও জানানো হয়। এ সময় অভিযোগ করা হয়, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা কবির আহমেদ ও তার লন্ডন প্রবাসী ভাই আব্দুর রহমান সানি কমিটি গঠনে প্রভাব বিস্তার করেছেন। লন্ডনে বসবাসরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে এসব কমিটি করা হচ্ছে। কবির আহমেদ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। জেলা বিএনপি এখন ফেসবুক পার্টিতে পরিণত হয়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়। পাশাপাশি জাসদ, ফ্রিডম পার্টি, বিএনএফ থেকে আসা লোকজনকে এখন বিএনপি’র দায়িত্ব দেয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ সারোয়ার, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ আমানউল্লাহ, সাবেক সহ-সভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. বাহার মিয়া প্রমুখ।এ সময় অভিযোগ করা হয়, কবির আহমেদের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়াজেলাসহ একাধিক উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠন করা হলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ অবস্থায় কমিটি থেকে গণ পদত্যাগের ঘটনাও ঘটে। বক্তারা অভিযোগ করেন, লন্ডনে থাকার সুযোগে আব্দুর রহমানের সঙ্গে তারেক রহমানের যোগাযোগ হয়। ঘটনাক্রমে তিনি তারেক রহমানের গাড়ির চালক হন। তবে বাংলাদেশের মানুষকে তারেক রহমানের পিএস পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছেন আরাফাত রহমান। এ সুযোগটি কাজে লাগিয়ে আরাফাতের ভাই সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমেদ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। সংবাদ সম্মেলনের পর সড়ক বাজার এলাকায় বিক্ষোভ করা হয়।  এ সময় দুই ভাইয়ের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।