আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে হাইওয়ে ওসিকে ম্যানেজ করে বিএনপির মিছিল

সরাইল 11 March 2021 ৩২৪

সরাইল।।

গতকাল  ৯মার্চ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে আচমকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরাইল বিএনপির একাংশের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়। কিন্তু সেইসময়ে খাঁটিহাতা হাইওয়ে থানাপুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। হাইওয়ে থানার পাশেই মহাসড়কে সেই স্থানে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাণ্ডব চালালেও পুলিশ ছিল একেবারেই নীরব। সেই সময়ে হাইওয়ে থানার ওসি সাহেবের যথাযথ দায়িত্ব পালন ছিল প্রশ্নবিদ্ধ। আমার এক পরিচিত রোগী সেসময়ে মহাসড়কে এ্যাম্বুলেন্সে আটকা ছিল বেশকিছু সময়। যানজটে রোগী ও স্বজনরা অনেক কষ্ট ভুগেছেন দীর্ঘ সময়। রোগীর সঙ্গে থাকা আমার সহকর্মী একজন সাংবাদিক এ বিষয়গুলো অবলোকন করেন এবং সেই মূহুর্তে হাইওয়ে পুলিশের ভূমিকা খুঁটিনাটি আমার কাছে উপস্থাপন করেন। পরে বিশ্বরোড মোড় এলাকায় পরিচিত কয়েকজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে বলেন দৃশ্যপটে স্পষ্ট বুঝা গেছে হাইওয়ে ওসিকে আগে থেকে ম্যানেজ করেই এ তাণ্ডব মহাসড়কে চালিয়েছে বিক্ষোভকারীরা; নইলে হাইওয়ে ওসি জোরালো ভূমিকা নিয়ে তাদেরকে ব্যস্ততম মহাসড়কে দাঁড়াতেই দিতেন না। যতক্ষণ বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে ছিলেন, ততক্ষণ হাইওয়ে পুলিশ নীরবই ছিলেন!!