
নাসিরনগর।।
জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ও গুনিয়াউক দুই ইউনিয়নের দুই ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে। বহিস্কৃত ইউপি সদস্যরা হলেন বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য লক্ষীপুর গ্রামের মোঃ জিয়াউর রহমান, গুনিয়াউক ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের চিতনা গ্রামের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বলা হয়েছে ইউপি সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে বেআইনী ভাবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতাধীন জায়গা জোর পূর্বক অবৈধভাবে দখল করা এবং সরকারী কাজে বাঁধা দেয়া অপরদিকে ইউপি সদস্য মোঃ আবুশ কাশেমের বিরুদ্ধে হিলিপ প্রকল্পের টাকা আত্মসাৎ করায় তাদেরকে জেলা প্রশাসকের সুপারিশে ইউনিয়ন পরিষদ আইনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় দুই ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করেছে মন্ত্রণালয়।