আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে প্রকাশ্যে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নবীনগর 17 March 2021 ৩১৭

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে পৌরসভার সামনে চাল ব্যবসায়ী মোখলেছুর রহমান (৬০)-কে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। ওই সন্ত্রাসী কামাল মিয়াকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বুধবার(১৭/৩)বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমান নবীর পরিবারের সাথে পার্শ্ববর্তী বাড়ির নবীনগর বাজারের চাল ব্যবসায়ী মোখলেছুর রহমানের পরিবারের দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে চাল ব্যবসায়ী মোখলেছুর রহমান আসরের নামাজের জন্য দোকান থেকে মসজিদে যাওয়ার সময় উৎপেতে থাকা হাবিবুর রহমানের ছেলে কামাল মিয়া (২৮) পৌরসভার সামনে প্রকাশ্যে মোখলেছুর রহমানকে এলোপাতারি পশু কাটার ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত মোখলেছুর রহমানকে আশংকাজনক অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্ত কামালকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণসহ রোগীর যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে ।