আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ভাইস চেয়ারম্যানের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত।। উদ্ধার করল পুলিশ

নবীনগর 17 March 2021 ৩৩০

নবীনগর।।

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের ভিতরে জনপ্রতিনিধির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৬/৩) বেলা প্রায় সাড়ে তিনটায়। যাহা ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে । প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদের গেইট সংলগ্ন মসজিদের রাস্তায় লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানকে আটক করে উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল দুবৃর্ত্তরা। বেধরক মারধর করেছে ওই প্রধান শিক্ষকে। দুর্বৃত্তদের কাছে বাঁচার জন্য বারবার মিনতি করেন। তবে আশেপাশের লোকজন কেহ না ফিরালেও ভিডিও করতে কার্পণ্যতা করেনি। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করেন।প্রধান শিক্ষক আল আমিন খান বলেন, আমি ইউএনও অফিসে স্কুলের এডহক কমিটির বিষয়ে পরামর্শ করে আসার পথে ভাইস-চেয়ারম্যান সাদেকসহ দুর্বৃত্তরা আমাকে আটকে মারধর করেন। আমি অনেক মিনতি করেছি কিন্তু তারা একের পর এক সাদেকসহ আমাকে কিলঘুসি লাঠি মারতে থাকে । পরে পুলিশ আমাকে রক্ষা করেছে।ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটি অস্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির নাম জমা দিতে মাস্টার গড়িমসি করেন। এই বিষয় নিয়ে কর্মীরা হেড মাস্টারের সাথে তর্কবিতর্ক করে।পরে আমি গিয়ে তা শেষ করে দেই।