আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শহরকে যানজট মুক্ত করতে আইন প্রয়োগে সমস্যা কোথায়?

ব্রাহ্মণবাড়িয়া সদর 21 March 2021 ৩৩৭

ব্রাহ্মণবাড়িয়।।

শহরের যানজট তীব্র আকার ধারন করেছে। নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ।শহরের ক্ষুব্দ নাগরিকদের অভিযোগ, অবৈধ রিক্সা এবং ইজি বাইকের লাইসেন্স দেয়া হয়েছে পৌর সভার পক্ষ থেকে। এর পর আর কোন ধরনের মনিটরিং নেই। গ্রাম গঞ্জের রিক্সা প্রবেশ করছে। এক লাইসেন্সে একাধিক রিক্সা ও ইজি বাইক চলাচল করছে।যার কারণে শহরে যানজট তীব্র আকার ধারন করছে। এদিকে ফুটপাতের অবস্থা আরো নাকাল। সম্প্রতি হাসপাতাল এলাকায় নতুন নির্মান করা হয়েছে। নির্মানের পর এগুলো চলে গেছে হকারদের দখলে। ফুটপাতে ফলের দোকান কাপরের দোকান সহ যা আছে সবই আছে ফুটপাতাতে। এছাড়া শহরের ল্যাব এইড পয়েন্টে একটি বহুতল ভবনের সামনে অবৈধ পাকিং এর কারণে নাগরিক ভোগান্তি আরো বেড়েছে কয়েক গুন। পুরাতন কোট রোডের কথা বলে লাভ নেই। সেখানে বছরের পর বছর নিয়মিত যানজট। দ্বিতীয় মেয়াদে আসা নতুন মেয়র এখনো শপথ গ্রহন করেন নি। একজন নাগরিক হিসেবে আশা করি তিনি শপথ গ্রহনের পর যানজন নিয়ন্ত্রনের লক্ষ্যে এক বছর মেয়াদি লাইসেন্স গুলো আর পুনরায় মেয়াদ বাড়ানোর সুযোগ দেবেন না। জনস্বার্থে
তিনি এ কাজ টি করবেন বলে আশা করি।এতে শহরের সাধারন মানুষ অনেকটা উপকৃত হবেন।
উদাহরন হিসেবে বলাযায় পাশের জেলা চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, কিশোর গঞ্জের যানজটের নিয়ন্ত্রনের বিষয়ে । সেখানে নগরপিতা বা পৌর পিতারা এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে। ওই জেলাগুলোতে মোটর চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ। ইজিবাইক প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ। তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রনে সমস্যা কোথায়?

বি:দ্র: ছবি গুলো আজ দুপুর ১২ টার দিকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ধারন করা।