আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সারা দেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ভয়ঙ্কর আকার ধারন করেছে

সারাদেশ 22 March 2021 ৪০৫

ডেস্ক।।

সারা দেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ভয়ঙ্কর আকার ধারন করেছে। সুনামগঞ্জের শাল্লায় ৮৮ বাড়ী ও ৮ টি মন্দির ভাংচুর, ব্যপক লুঠপাট মারধর ও মহিলাদের লাঞ্চিত করার রেশ কাটতে না কাটতেই পূনরায় ধর্মপাশা ইউনিয়নে হামলা, মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নে জমি দখল, ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নে বাড়ী দখল, নোয়াখালীতে নাবালক ছেলেকে ফুসলিয়ে ধর্মান্তর, কক্সবাজার আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি হিন্দু পরিবারকে ফুসলিয়ে ইসলামে ধর্মান্তর, মাগুরায় ৫০ টি বাড়ীতে চিঠি পাঠিয়ে ইসলাম গ্রহণ করেতে চাপ সৃষ্টি, হবিগঞ্জের মাধবপুরে রাজেশ্বর মন্দির সহ ৪ টি মন্দিরে চুরি, চট্টগ্রামে বিসিএস পরীক্ষায় অংশ নিতে আসা বিবাহিত মহিলাকে হাতের শাখা খুলতে বাধ্য করাসহ রাজবাড়ী জেলার খাগজানা গ্রামে জয়দেব কর্মকারের বাড়ীতে হামলা, মন্দির ও প্রতিমা ভাংচুর, এবং বাধা দিতে গেলে মারধর ও হত্যা প্রচেষ্টা চলে। সারা দেশে নানা ধরনের হুমকী, ধর্মান্তর হতে চাপ সৃষ্টি, জমি দখল সহ নানা ঘটনায় হিন্দুরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সারা দেশেই হিন্দুরা চরম আতঙ্কে দিন যাপন করছে।