আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার

আখাউড়া 25 March 2021 ৩৫৪

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এালাকায় তার নিজের বসত ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। কোহিনূর বেগম (৩৫) রামধন নগর এলাকার কাজী বাড়ির মোঃ জমসেদ কাজীর ছেলে মোঃ কাজী মমিনের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কদিরখলা এলাকার মৃত জরু মিয়ার মেয়ে।
এই বিষয়ে অত্র এলাকার মহিলা মেম্বার মোছাঃ পারুল বেগম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেখি কোহিনূর বেগম ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে । পরে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মাণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে ঘটনার আসল রহস্য জানা যাবে।