আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ গনহত্যা দিবস

জাতীয় 25 March 2021 ৩৪৪

ডেস্ক।।

আজ সেই ভয়াল ২৫ মার্চ। মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতিসহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের জঘন্যতম নৃশংসতা। গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি দানবরা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকামী নিরস্ত্র বাঙালির ওপর। রক্তের নেশায় ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞে মেতে ওঠে তারা। ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকা ই ছিল না, এটা ছিল মূলত বিশ্বসভ্যতার জন্য এক কলঙ্কজনক বিভীষিকাময় গণহত্যার সূচনা মাত্র। রাজধানী ঢাকায় দিন শেষে কর্মক্লান্ত নিরীহ মানুষ যখন ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন, তখন তাদের হত্যার জন্য পথে নামে জলপাই রঙের ট্যাংক আর সাঁজোয়া বহর। হিংস্র শ্বাপদের মতো ধেয়ে যায় চারদিকে। ঢাকাসহ দেশের অনেক স্থানে মাত্র এক রাতেই হানাদাররা নির্মমভাবে হত্যা করে প্রায় অর্ধলক্ষাধিক ঘুমন্ত বাঙালিকে। ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া সেই নিধনযজ্ঞ চলেছে টানা ৯ মাস। তাদের সেই নিধনযজ্ঞে সহযোগী হিসেবে যোগ দেয় এ দেশেরই কিছু ঘাতক দালাল।

পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য তারা গঠন করে রাজাকার-আলবদর-আলশামস বাহিনী। তাদের সহযোগিতায় ঘরে ঘরে গিয়ে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। ফলে দ্রুত বড় হতে থাকে লাশের স্তূপ। এদিন দফায় দফায় ব্যর্থ হয় বঙ্গবন্ধু-ইয়াহিয়া সিরিজ বৈঠক। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট পরিকল্পনা বাস্তবায়নের সব পদক্ষেপ চূড়ান্ত করে সন্ধ্যায় গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। মধ্যরাতে হিংস্র হায়েনার মতো ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী।স্বাধীনতাকামী বাঙালির সংগ্রামের মেরুদ ভেঙে দিতে সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী গ্রেফতার করে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু গ্রেফতারের আগেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং শেষ শত্রু বিদায় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন-প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ। বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।