
ব্রাহ্মণবাড়িয়া।।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছে তৌহিদি জনতা। এ সময় তারা রেলস্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কয়েক ঘণ্টার তাণ্ডব নিবৃত করতে প্রশাসনকে তেমন কোনো ভূমিকা দেখা যায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়াতে বিক্ষোভ শুরু হয়। প্রথমে ভাদুঘর এলাকা থেকে শত শত তৌহিদি জনতা ও মাদরাসাছাত্র বিক্ষোভ মিছিল শুরু করে। পরে টিএ রোড এলাকায়ও মিছিল বের হয়।বেলা পৌণে চারটার দিকে দেশিয় অস্ত্রধারী হাজার জনতা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায়। এ সময় তারা ট্রেনের নিয়ন্ত্রণ কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করে। এ ঘটনার পর পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ভাদুঘর এলাকায় আটকা পড়ে