
ব্রাহ্মণবাড়িয়া।।
যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় ভাবে বাহ্মণবাড়িয়াতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত,আধা-স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।এরপর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ফারুকী পার্কের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,দপ্তর সম্পাদক সোহেল সরকার,পাঠাগার সম্পাদক জাকির হোসেন জিকুও সদস্য এনায়েত খানসহ আরো অনেকেই।
এর আগে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।