আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পূর্ব পরিকল্পিত ভাবে ব্রাহ্মণবাড়িয়ায় জালাও পুরাও করেছে- মাহবুবুল আলম হানিফ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 31 March 2021 ৪২৫

ব্রাহ্মণবাড়িয়।।

কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। এই ঘটনায় বাংলাদেশ আওয়ামীলীগ মর্মাহত। ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এর সাথে বিএনপি, জামাতের যে সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। নরেন্দ্রমোদী আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামাতের কাঁধে ভর করেছে। তিনি আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। পরিদর্শনকালে স্থানীয় সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রতিনিধি দল তার সাথে ছিল।উল্লেখ্য, গত রবিবার হেফাজত ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে।