আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ হেফাজতের তান্ডবের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া সদর 1 April 2021 ২৮৬

ব্রাহ্মণবাড়িয়।।

হেফাজতে ইসলামের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করতে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ওই দিন সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ব্রাহ্মণবাড়িয়া যাবেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মহাপরিদর্শক বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছাবেন। এরপর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করবেন। উল্লেখ্য, ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতকর্মীদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদের ডাকবাংলো, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, জেলা গণগ্রন্থাগার, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন ও পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।