আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

জাতীয় 3 April 2021 ৬৭০

ডেস্ক।।

আগামী সোমবার(৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।
শনিবার (৩ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। এজন্য সরকার আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিফটিং ডিউটির শর্তে শিল্প কারখানা খোলা থাকবে।
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে নতুন উচ্চতায়। শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে একতিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।