
গাজীপুর।।
গাজীপুরে ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দুই পক্ষের দ্বন্দে অবশেষে থানায় অভিযোগ দাখিল করেছে এক পক্ষ। বিষয়টি খতিয়ে দেখছে থানা পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরলপাড়ায় ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দুই পক্ষের বাধে। সুবরাম চন্দ্র দাস, নৈলেন্দ চন্দ্র দাস, মনিন্দ্র চন্দ্র দাস, মীরেন্দ্র চন্দ্র দাস জোরপূর্বক সবিনয় চন্দ্র দাস ও তার ভাইদের জমি দখলের পায়তারা করে। জমি নিয়ে দির্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলছিলো। বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকার জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিরা জমির সকল দলিলাদি দেখে নিশ্চিত করে যে, জমিটি সবিনয় দাস ও তার ভাইদের। তখন গন্যমাণ্য ব্যক্তিরা তাদের জমিটি বুঝিয়ে দেন। কিন্তু বিবাদী পক্ষ বিষয়টি মানতে নারাজ। বিবাদীপক্ষ গত ৩ এপ্রিল সকাল ৮ টায় বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক সবিনয় দাস ও তার ভাইদের জমি দখল করে নেয়। এমতাবস্থায়, সবিনয় দাস বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সম্পর্কে গাজীপুর সদর আমতলী ফাড়ির ইনচার্জ নন্দ দুলাল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রক্রিয়াধীন আছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী প্রমানিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।