
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসাবে যোগদান করেছেন হালিমা খাতুন।১১ এপ্রিল ২০২১ রোজ রবিবার সকালে তিনি নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে প্রথম অফিস করেন এ সময় তার সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে হালিমা খাতুন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বৃহস্পতিবার নাসিরনগরে যোগদান করেন। তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।৪ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে হালিমা খাতুনকে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা পদে পদায়ন করা হয়। হালিমা খাতুন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন বলে জানা গেছে।উল্লেখ্য,নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে বদলী হওয়া তদস্থরে হালিমা খাতুন যোগদান করেন।