আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 16 April 2021 ৩৪১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবেশীর বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাইনুদ্দিন একই এলাকার আল আমিন মিয়ার ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, বন্ধুদের নিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিল মাইনুদ্দিন। এসময় ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। গাছ থেকে ঘুড়িটি আনার সময়ে পাশে থাকা বিদ্যুৎতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয় মাইনুদ্দিন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। বিদ্যুৎস্পৃষ্টে তার হাত-পা পুড়ে গিয়েছিল। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।