আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার ওসি বদলী।। এসপি কেন বহাল তরিয়তে

সারাদেশ 27 April 2021 ২৯৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মাসের মাথায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুর রহিমকে বদলি করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়েছে। সদর থানার ওসি ছিলেন একজন ভাল মানুষ তাকে বদলী করা হয়েছে কিন্তুু এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিছুর রহমানকে বদলী করা হয়নি কেন এ প্রশ্ন এখন সাধারন মানুষের। তিনি হেফাজতের তান্ডবের ঘটনার সময় কোন ধরনের পদক্ষেপ নেন নি কেন, তিনি কি এর দায় এড়াতে পারবেন।আর কেনই বা তিনি এখনও বহাল তারিয়ে আছেন।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ।
গত ২৬ থেকে ২৮ মার্চ মোদিবিরোধী হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা হয়। পুলিশের সাথে সংঘর্ষে ও প্রাণহানির ঘটনায় বিক্ষুব্ধ জনতা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি অর্ধশত স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।ব্রাহ্মণবাড়িয়ার ওই সহিংস ঘটনায় ৫৬ মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর থানার ওসিকে বদলি করা হলো।