আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হেফাজতের তান্ডবের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর 27 April 2021 ৩২০

ব্রাহ্মণবাড়িয়া।।

.ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব চলাকালে শহরজুড়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় মোঃ বিল্লাল মিয়া-(৩৮) ও মোঃ ফাহিম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।রোববার ২৫শে এপ্রিল ২০২১ রাতে পৌর এলাকার উত্তর শেরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল মিয়া উত্তর শেরপুর গ্রামের মোঃ ইব্রাহীম মিয়ার ছেলে ও ফাহিম হবিগঞ্জ জেলার বামই কাটিয়ারা গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে ও বর্তমানে উত্তর শেরপুর গ্রামের মাহবুব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করে। হামলাকারীর ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়।