আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগর উপজেলা বাসদ এর আত্মপ্রকাশ

নাছিরনগর 30 April 2021 ৪২৮

নাসিরনগর।।

“দুনিয়ার মজদুর এক হও” এটি শ্রমিক শ্রেনীর বিপ্লবী দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ এর মূল শ্লোগান।মার্কসবাদী চেতনায় বিশ্বাসী বাসদ রাজনৈতিক ভাবে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল।দলটি শ্রমিক শ্রেনীর নিপিড়ত ও নিষ্পেষিত মানুষের জন্য রাজপথে প্রতিবাদ ও অান্দোলনের মাধ্যমে সক্রিয় ও সুস্থ্য রাজনীতির কার্যক্রম অব্যাহত রেখেছে।
দেশব্যাপী সংগঠনের কার্যক্রম ব্যাপক ও বিস্তৃত করার লক্ষ্যে গত ০২/০২/২০২০ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে বাসদ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহব্বায়ক প্রবীর চৌধুরী রিপন স্বাক্ষরিত নাসিরনগর উপজেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩১ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও একনিষ্ট সমাজসেবী মোঃ বকুল খান কে আহব্বায়ক মোঃ হাবিবুর রহমান কে যুগ্ম আহব্বায়ক  ও মোঃ রোকনূর রশীদ কে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট নাসিরনগর উপজেলা আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
বাসদের আহব্বায়ক মোঃ বকুল খান বলেন – আমরা নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে পর্যায়ক্রমে কমিটি গঠন করবো।পরবর্তীতে উপজেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।
উল্লেখ্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের নব নির্বাচিত আহব্বায়ক বকুল খান ইতিপূর্বে প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর তৎপুত্র ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ‘ র নাসিরনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক ছিলেন।উপজেলা বিজেপির সভাপতি ছিলেন নাসিরনগরের মাটি ও মানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক।প্রিয় নেতা আহসানুল হকের মৃত্যু পরবর্তীতে বিজেপির কার্যক্রম নেই বললেই চলে। তাই রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে নাসিরনগর উপজেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর আত্মপ্রকাশ।