
ব্রাহ্মণবাড়িয়া।।
আজ জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাসের সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার ১০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভুমি)এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বিশিষ্ট নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জামি এবং সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
পাদুকা শিল্পের সাথে জড়িত শ্রমিক, সেলুন কর্মী, দর্জি শ্রমিক, বেদে পরিবার, তৃতীয় লিংগের জনগোষ্ঠী, গৃহকর্মীসহ পরিবহন শ্রমিকদের ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের নিয়াজ মহম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চেয়ার বসিয়ে সুদৃশ্য প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। প্যাকেটে ১০ কেজি চাল, ডাল, তেল, সেমাই, চিনি পেয়াজসহ অন্যান্য খাদ্যদ্রব্য দেয়া হয়।