
বাঞ্ছারামপুর।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুর ২টা সময় বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম শুভাষিশ চাকমা এই আলাদত পরিচালনা করেন।
কয়েকদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নরসিংদী সদর উপজেলার সীমানাঘেষে বয়ে যাওয়া মেঘনা নদীর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকন্দি সংলগ্ন মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে নরসিংদীর কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করছিলেন। বাঞ্ছারামপুর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার ভূমি ও বিচারিক হাকিম শুভাষিশ চাকমা মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় অবৈধ বালি করা অবস্থায় সামিয়া এন্টারপ্রাইজ ও বাইতুল্লাহ নূর ড্রেজিং প্রকল্প নামে দুইটি ড্রেজার আটক করেন। পরে ড্রেজার মালিক প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।