
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা সদর এলাকার জিলুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কাউছার মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল উচালিয়াপাড়া ও জিলুকদার পাড়ার মাঝামাঝি স্থানে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রী কাউছার ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।