
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত হেফাজত ইসলামের নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী (৪৪)কে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুব উসমানী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন ওই হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সরাইল উপজেলার শাকার সভাপতি মো. আবু তাহেরসহ আরো ১০ জনকে সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়েছে।ওই সূত্রটি জানায়, সরকার পদের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৭ মার্চ আবু তাহের মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের নিয়ে সরাইলের অরুয়াইল পুলিশ ক্যাম্পে আক্রমণ করে তাণ্ডবলীলা চালায়। গ্রেপ্তারের পর বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। এ ঘটনায় মোট ৫৬টি মামলা হলে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুলিশ ৪৩৫ জনকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতারা গ্রেপ্তার হওয়ায় দলটিতে আতঙ্ক বিরাজ করছে।