আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ইসলাম ধর্মকে কটাক্ষ করায় এক ব্যবসায়ী আটক

সরাইল, সারাদেশ 8 May 2021 ৪৮৭

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলাম ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় রতন রায় (৩৯) নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রতন রায় ওই এলাকার মৃত অবনী রায়ের ছেলে ও স্থানীয় বাজারে কাপড় ব্যবসায়ী।বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।পরিদর্শক কবির হোসেন জানান, রতন রায় তার ফেসবুক থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেয়। এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয়।এর পরিপ্রেক্ষিতে পুলিশ রতন রায়কে আটক করে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। তার ফেসবুক থেকে স্ট্যাটাসটি দেয়া হয়েছে, এমনটি নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।