আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হেফাজতের তান্ডবের ঘটনায় আরেক ওসি বদলী

সরাইল, সারাদেশ 10 May 2021 ৫৯৩

সরাইল।।

হেফাজতের তান্ডবের ঘটনায় আরেক ওসি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদকে বরিশাল রেঞ্জ বদলি করা হয়েছে। রোববার (৯ মে) পুলিশ সদর দফতর থেকে এক আদেশে তাকে বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন। তাণ্ডবের ঘটনায় এর আগে পর জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ গাজী শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়।উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়সহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় নিহত হন ১২ জন।পরে এসব ঘটনায় ৫৬টি মামলা হয়।এরমধ্যে এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।