আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 7 June 2021 ২৮৯

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শাহীন উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (০৭ জুন) সকালে শহরে শিমরাইলকান্দি রেল ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।শাহীন শহরের উত্তর মোড়াইল এলাকার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ বিভাগের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে শাহীন বাড়ি থেকে হেঁটে শিমরাইল এলাকায় যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।