আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হেফাজতের তাণ্ডবের বিচার চেয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি

ব্রাহ্মণবাড়িয়া সদর 7 June 2021 ৩০৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলিতে নাগরিক সেবা চালু করা ও রেলস্টেশনের যোগযোগ পুনঃস্থাপন করা এবং হেফাজতের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তারের দাবীতে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।স্মারক লিপিতে তারা উল্লেখ করেন হেফাজতের নেতা,মাওঃসাজিদুর রহমান ও মাওঃ মোবারক উল্লাহ এর নামে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধূরীর দেয়া মামলাটি দ্রুত নথিভুক্ত করার দাবী জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত ২৬,২৭ও২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসহ বিভিন্ন সরকারী বে-সরকারী অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।