আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ড্যান্ডি আঠা সেবনে এক তরুণের মৃত্যু

সরাইল 9 June 2021 ৩০৪

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্যান্ডি (জুতায় লাগানো আঠা) সেবনে সুমন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।বুধবার (৯ জুন) সকালে উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রিজের নিচ থেকে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি জুতায় লাগানোর আঠা (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর প্রায় সময় নির্যাতন চালাতেন। সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদনও করেন তার বাবা নাসির মিয়া।
বুধবার সকালে স্থানীয় ব্রিজের নিচে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যাওয়া সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘মরদেহের পাশে জুতা লাগানোর আঠার কৌটা পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।