
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোট নামে নতুন সংগঠনের আত্ম প্রকাশ করেছে।আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে সাম্যবাদী দলের জেলা কমিটির সভাপতি কমরেড সাহানুর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নজরুল ইসলাম,বাংলাদেশ জাসদের জেলার সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন,জেলা ঐক্য ন্যাপের জেলা সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম,জেলা বাসদের আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপন,সদস্য সচিব সোহেল সরকার,এনজিওর সদস্য শিব চরন দাস, সৈয়দ আজিজুর রহমান ও ফিরোজ পাটুয়রী প্রমুখ। সভায় সর্বসন্মতি ক্রমে কমরেড নজরুল ইসলাম কে আহব্বায়ক, সাহানুর ইসলাম,জিয়া কারদার নিয়ন,আবুল কালাম নাঈমকে যুগ্ম – আহব্বায়ক এবং প্রবীর চৌধূরী রিপনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হেয়েছে।এই জোট আগামীদিনে ব্রাহ্মণবাড়িয়ার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে।