আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর 17 June 2021 ৭৪৬

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্তৃরণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ১৭ জুন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহিলপুর ইউনিয়েনর ঘাটুরা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৩ পিস ইয়াবাসহ মৃত চান মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮)কে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আমরা তার কাছ থেকে ঘটনাস্থলেই সেখানে তল্লাশী চালিয়ে তাকে মাদকসহ আটক করি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।