আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় পিকআপভ্যানের চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত

কসবা, সারাদেশ 18 June 2021 ২৯৯

কসবা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপভ্যানের চাপায় গোলাম মোস্তফা (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে উপজেলার কালামুড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোস্তফা কসবা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আলী আজমের ছেলে।জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রাতে সড়কে দায়িত্বরত অবস্থায় একটি পিকআপভ্যান এসআই মোস্তফাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান নিয়ে চালাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।