
নাসিরনগর।।
হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বেমালিয়া, বলভদ্র ও লংগন নদীর পুনঃ খনন কাজের শুভ উদ্ভোধন করেন তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া -০১(নাসিরনগর) নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা, প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এড.মোহাম্মদ ছায়েদুল হক। তখন ২০১১ সাল। ছায়েদুল হক এই উপলক্ষে তখন একটি ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন। যেটি নাসিরনগরের ইতিহাসের কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকার কথা!
অথচ সময়ের পরিবর্তনে সেই স্মৃতি চিহ্ন মুছে ফেলতে চায় একটি বিশেষ মহল। নাসিরনগর স্থানীয় ডাকবাংলোর প্রবেশ মুখেই দুটি হালকা বাঁশ পুতে ভিত্তি প্রস্থরটিকে বাঁচানোর লোক দেখানো হাস্যকর চেষ্টা করা হয়েছে।নাসিরনগরে এই স্থানটি ডাকবাংলো, হাই স্কুল, নৌকা ঘাট ও অবসরে বিনোদন ক্ষেত্র হিসেবে ব্যাপক পরিচিত। প্রতিদিন উল্লেখিত স্থানে জন সাধারন ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা যায়।কিন্তু রহস্যজনক কারনে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ছায়েদুল হকের নাম সম্বলিত ভিত্তি প্রস্থরটির বেহাল দশা দেখেও এই ব্যাপারে অনেকেই উদাসিন। যেন তাদের কিছু বলার বা করার নেই।অনেকের হাব ভাবে মনে হয় স্থাপত্যটি বরং ধ্বসে পরলে তাদের শেষ রক্ষা হয়।তবে প্রকারন্তরে যা দাড়িয়েছে যে কোন মুহূর্তে এটি ধ্বসে পরতে পারে এবং ঘটে যেতে পারে কোন দূর্ঘটনা।বিশেষ করে ডাকবাংলোর নিচের রাস্তা দিয়ে স্কুল ছাত্র /ছাত্রী,নৌকা ঘাটের যাত্রী সহ বিভিন্ন গ্রামের পথচারীরা এই রাস্তা ধরে নিয়মিত ঝুঁকির মধ্যে যাতায়াত করেন। যে কোন মুহূর্তে ছায়েদুল হকের নাম খচিত ভিত্তি প্রস্থরটি ধ্বসে পরতে পারে, এমনকি ধ্বসে পরে পথচারী কারো প্রাণহানি ঘটতে পারে বলে অাশংকা করছে স্থানীয় জনগণ। এমতবস্থায় সংশ্লিষ্ট কতৃর্পক্ষ যথাযথ ব্যবস্থার মাধ্যমে পথচারীদের ঝুঁকিমুক্ত করে ভিত্তিপ্রস্থরটি সংরক্ষন, পুনঃ
সংস্কার ও পুনঃ স্থাপন করবেন এটিই এলাকাবাসীর আশাবাদ।