
ব্রাহ্মণবাড়িয়া।।
আশঙ্কাজনক হারে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করেছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এ ছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট চার হাজার ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাট-বাজারসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখা যাচ্ছে প্রতিনিয়তই। বেশিরভাগ মানুষই মানছে না এ স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।