আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 26 June 2021 ৩৬৮

ব্রাহ্মণবাড়িয়া।।

আশঙ্কাজনক হারে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করেছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এ ছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট চার হাজার ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাট-বাজারসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখা যাচ্ছে প্রতিনিয়তই। বেশিরভাগ মানুষই মানছে না এ স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।