
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর মাদ্রাসার পাশে পুকুরে জুনায়েদ ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করেন। তারা জুনায়েদের পেটে ও বুকে চেপে পানি বের করার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল চন্দ্র ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।