
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের নামে আদালতে একটি চুরির মামলা হয়েছে।জানা গেছে,নাটাই ইউনিয়নের নরসিংসার বাজারে যুবলীগের কার্যালয় থেকে একটি দেড় টন এসি,একটি এলএডি টিভিসহ আরো অনান্য মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি করিয়া নিয়া যায়।নাটাই ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহব্বায়ক শরীফ মাহমুদ বাদী হয়ে গত ২৩ জুন আলী আজমকে আসামী করে মোকামঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত, ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন।যার নম্বর -সি,আর -৬১৯/২১ইং ধারা দঃবিঃ ৩৮০।মামলার বিবরনে জানায়ায় গত ১১/১০/২০ইংতারিখে রাত দশটাথপকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় চুরির ঘটনাটি ঘটে।মামলার বাদী ও সাক্ষীগন আসামীর বাড়ীতে সংগঠনের চুরি হয়ে যাওয়া মালামাল দেখতে পায় এবং এতে বাদী ও সাক্ষীগন নিশ্চিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন কে।