আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরের ইউএনওকে ম্যানেজ করে শ্যামলীঘাট হোটেল গুলিতে বসিয়ে খাবার খাওয়ানো হচ্ছে

বিজয়নগর, সারাদেশ 4 July 2021 ৬১০

বিজয়নগর।।

বিজয়নগরের ইউএনওকে ম্যানেজ করে শ্যামলী ঘাটের হোটেল গুলিতে বসিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। কঠোর লকডাউনের প্রজ্ঞাপনে বলা আছে হোটেল রেস্তোরা খোলা রাখা যাবে তবে ভিতবে খাওয়ানো যাবে না। আর সরকারী সেই আদেশ আমান্য করে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ের ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট নামক স্হানে সরকারী জায়গায় বিজয়নগরের ইউএনও’র সাথে গোপন আতাতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে উঠে কয়েকটি হোটেল।আর এই সকল হোটেল ব্যবসার মুলহোতা চান্দুরা ইউনিয়ন বিএনপি’র নেতা আরজু মেম্বার। তার আশ্রয় প্রশ্রয়ে সরকারী খাস জায়গায় রাস্তার পাশে চলছে হোটেল ব্যবসা।এই কঠোর লকডাউনের মধ্যে শ্যামলীঘাট হোটেল গুলিতে গিয়ে দেখা যায়,হোটেলের ভিতরে বসিয়ে খাবার খাওয়ানো হচ্ছে।এব্যাপারে কয়েকজন হোটেল মালিকের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক তারা এ প্রতিবেদক কে জানান,আমরা সকলকে ম্যানেজ করেই ব্যবসা করছি।আমরা উপজেলার বড় স্যারের সাথে কথা বলেই এই লকডাউনের মধ্যে হোটেলের ভিতরে খাবার খাওয়ানোর ব্যবস্হা করেছি আপনারা বসে খেতে পারেন কোন সমস্যা নাই।স্যারের জন্যও আমরা খাবার পাডাই।কেউ কিছু কইত না।