আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা পেল ব্রাহ্মণবাড়িয়ায় ৫২টি পরিবার

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 5 July 2021 ৩১৪

ব্রাহ্মণবাড়িয়া।।

৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়ে আবেদনের প্রেক্ষিতে খাদ্য সহায়তা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ৫২টি পরিবার। সোমবার দিনভর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ৫২টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সেমাই, শিশু খাদ্য হিসেবে এক প্যাকেট গুড়ো দুধ, নুডলস ও পেঁয়াজ।এ সময় সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা পৌর এলাকার পাইকপাড়া, মধ্যপাড়া, মেড্ডা, পুনিয়াউট ও কাজীপাড়া এলাকায় গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ এর ফলে সাময়িক কর্মহীন মানুষজন খাদ্য সহায়তার জন্য ৩৩৩ এ আবেদন করলে আমরা যাচাই-বাছাই করে তাদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আজ ৭১ টি আবেদনের মধ্য থেকে এখন পর্যন্ত ৫২ জনের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা ৩৩৩ তে আবেদনকারী ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।