আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৩ জন করোনা সনাক্ত।।মৃত্যু ৩

বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর 7 July 2021 ২৭৬

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে আরো তিনজন। এনিয়ে জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট চার হাজার ৫৫১ জনের করোনাভাইরাস বা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ৬৬ জন।বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা: মুহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।ডা: মুহাম্মদ একরাম উল্লাহ জানান, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৩৯২টি রিপোর্টে গত ২৪ ঘণ্টায় আরো ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছে সদর উপজেলা, নবীনগর ও সরাইল উপজেলায় একজন করে।