আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন’ শিথিল

জাতীয় 13 July 2021 ৩৪১

ঢাকা।।

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান ‘কঠোর লকডাউন’ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিদপ্তর সোমবার এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়েছে।তথ্য বিবরণীতে জানানো হয়েছে, করোনা মহামারি বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।