
বিজয়নগর।।
বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারসহ বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাবেয়া অাসফার সায়মা।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নির্দেশ অমান্য করে হোটেল খোলা রাখা এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারনে ২৫(২) ধারার বিধানবলে ১১টি মামলায় ১১ জন ব্যক্তিকে ২৪০০/ টাকা অর্থ দন্ড আরোপ করে আদায় করা হয়।
অভিযানে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়, জনগনকে সচেতন করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ অানসার মোবাইল কোর্ট পরিচালনায় প্রত্যক্ষ সহায়তা প্রদান করে।