
ব্রাহ্মণবাড়িয়া।।
আজ সকালে নিয়াজ মহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও সদর উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে চলমান করোনাভাইরাস সংক্রমণের ফলে সাময়িক কর্মহীন বিভিন্ন পরিবহণ শ্রমিক এবং ঋষি সম্প্রদায়ের ১১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপকারভোগীদের উদ্দেশ্য বক্তৃতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব। অনুষ্টান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া।
পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মসুর ডাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ, ২ টা সাবান।
সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।