আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া স্থলবন্দর ঈদে ছয় দিন বন্ধ থাকবে

আখাউড়া, আন্তর্জাতিক 20 July 2021 ৩৫২

ব্রাহ্মণবাড়িয়া।।
ঈদুল আজাহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ২০ জুলাই থেকে আগামী রোববার ২৫ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।আখাউড়া আমদানী-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান ,ঈদুল আজাহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে।২০ জুলাই থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ জুলাই থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।তবে এ সময় এই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা যায়।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি হয়।
আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।