
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহোদর ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান (৪৮) খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ছান্দালী মেম্বারের গোত্রে বসতভিটার মাটি কাটার জেরে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, নিহত আব্দুর রহমান, সাহেদ মিয়া (৪৫) ও আব্দুল্লাহ তিন জনই ধামাউড়া গ্রামের চান মিয়ার ছেলে। বড় ভাই আব্দুর রহমান থাকতেন বাড়িতে। আর ছোট দুই ভাই থাকেন ঢাকায়। ঈদ উপলক্ষে ছোট দুই ভাই বাড়িতে এসেছেন।মঙ্গলবার বিকেলে বসতভিটার মাটি কাটা নিয়ে আব্দুর রহমানের সাথে সাহেদ ও আব্দুল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। সাহেদ ও আব্দুল্লাহ তাদের বড় ভাইকে বল্লম দিয়ে আঘাত করে। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুর রহমান।গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জানতে পেরেছি আব্দুর রহমানের লাশ কুলিয়ারচর হাসপাতালে।সরাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।