আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে ঈদুল আযহার নামাজ আদায়

ব্রাহ্মণবাড়িয়া সদর 21 July 2021 ৩৫৫

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে। বুধবার (২১ জুলাই) বিভিন্ন মসজিদে মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ধর্মপ্রান মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।জেলা জামে মসজিদে সকাল সাড়ে ৭ টা ও সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর। নামাজ শেষে করোনার হাত থেকে মুক্তিসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।এছাড়াও শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদ, মদিনা মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল ৮ টা থেকে একাধিক জামাতের মাধ্যমে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়।পরে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে কোরবাণির পশু জবেহ করা হয়। এছারাও প্রত্যেকে উপজেলায় ঈদের নামাজ আদায় হয়েছে।