আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

করোনা পরীক্ষা করতে আসা মানুষের উপছে পরা ভীর।।স্বাস্থ্য বিধির বালাই নেই

ব্রাহ্মণবাড়িয়া সদর 25 July 2021 ৩৬৫

ব্রাহ্মণবাড়িয়া।।
কঠোর লাকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িযাতে করোনা পরীক্ষা করতে লোকজনের উপছে পরা ভীর দেখা গেছে।আর করোনা পরীক্ষা করার জন্য মানুষের আগ্রহ বাড়ছে।করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের জন্য জেলা সদরের এই হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল মানুষ ভিড় জমছে।প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন দুই শতাধিক মানুষ আসছে নমুনা দিতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে নমুনা দিতে না পেরে ফিরে যাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণির দালাল চক্র।নমুনা দিতে আসা লোকজন জানান, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দালাল চক্রটি সিরিয়াল পাইয়ে দেওয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। আকস্মিকভাবে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। স্যাম্পল সংগ্রহে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’জেলায় এখন পর্যন্ত ছয় হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। প্রতিদিন জেলায় প্রায় দেড়শ মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে।