
বিজয়নগর।।
বিজয়নগরের সিঙ্গারবিল বাজার, নয়াগাঁও বাজার ও চম্পকনগরবাজারসহ বিভিন্ন জায়গায় সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।মোবাইল কোর্ট পরিচালনা সময় সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারনে ২৫(২) ধারার বিধানবলে ১৯ টি মামলায় ১৯ জন ব্যক্তিকে ৬৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বিজয়নগরে অভিযান কালে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন ও ভূমিকা পালন করে।অভিযানে জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করাএবং অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়।