আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগর উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপর লকডাউন বাস্তবায়নে

বিজয়নগর 30 July 2021 ৩২৮

বিজয়নগর।।

বিজয়নগর উপজেলার হরষপুর বাজার,মির্জাপুর মোড়, আমতলী বাজারসহ বিভিন্ন স্হানে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারনে ২৫(২) ধারার বিধানবলে ৮ টি মামলায় ৮ জন ব্যক্তিকে legal clenbuterol for sale ৩১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ জন মোটরসাইকেল আরোহীকে ১ টি মামলায় ১০০০ টাকা জরিমানা করা হয়। অর্থাৎ মোট ৯ টি মামলায় ৯ জনকে ৪১০০ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে।অভিযানের সময় জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা,স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করা,, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করেন।