
ব্রাহ্মণবাড়িয়া।।
জরুরি সেবা ৩৩৩ নম্বরে কল করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় খাবার পেয়েছেন ৮৩ পরিবার। সোমবার (০২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, ৩৩৩ থেকে পাওয়া ১০৭টি আবেদন যাচাই-বাছাই করে ৮৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, দুটি সাবান ও দুটি মাস্ক।